শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: গোপাল সাহা | লেখক: AD ৩১ মার্চ ২০২৫ ১৬ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে কি প্রতিষেধকের ঘাটতি? বিগত কিছুদিন ধরেই অ্যান্টিভেনম ও জলাতঙ্কের প্রতিষেধকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সমাজমাধ্যমে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে জলাতঙ্কের প্রতিষেধকের ঘাটতির। কিছুদিন আগেই বিধাননগরের সল্টলেকে এক মহিলা বেশ কিছু সারমেয়র দ্বারা আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে বিধাননগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জানানো হয় প্রতিষেধক নেই। সরকারি হাসপাতাল থেকে তাঁকে ফেরত আসতে হয় প্রতিষেধক না নিয়েই। এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। একই রকম ভাবে সমাজমাধ্যমে একাধিক অভিযোগও রয়েছে এই ধরনের প্রতিষেধকের ঘাটতির। এমন ঘাটতির কারণের পিছনে কোন সমস্যা রয়েছে লুকিয়ে?
এই ধরনের প্রতিষেধক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উৎপাদন করে না। এই প্রতিষেধক উৎপাদন হয় মূলত দক্ষিণ ভারতের কেরল-সহ বেশ কিছু রাজ্যে। আর সেখান থেকেই সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে। তা হলে এবার প্রশ্ন তবে কি উৎপাদনস্থল বা উৎসস্থল থেকেই সরবরাহে ঘাটতি না কি অন্য কোনও সমস্যা?
সাম্প্রতিক অতীতের ঘটনা, ১৪ আগস্ট আরজিকর মেডিকেল কলেজের আপৎকালীন বিভাগ ভাঙচুর হয় মহিলা ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে। সেদিনের ঘটনার ফলে এ ধরনের প্রতিষেধকের ঘাটতি বেশি করে লক্ষ্য করা গিয়েছে কলকাতায়। জানা গিয়েছে ওই ইমারজেন্সি বিল্ডিংয়েউ সঞ্চিত ছিল অ্যান্টিভেনম এবং জলাতঙ্কের প্রতিষেধকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষেধক। ওই দিন ভাঙচুরের পরে এই ধরনের বহু প্রতিষেধক নষ্ট হয়ে যায়। এর পর থেকেই ঘাটতির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
উল্লেখযোগ্য বিষয়, বেশ কিছুদিন ধরে এই প্রতিষেধকের ঘাটতি হওয়ার নেপথ্যে আরও একটি কারণ প্রাকৃতিক বা আবহাওয়াজনিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত এই সময়টিতেই সারমেয়রা শারীরিকভাবে অস্বাভাবিক ও অসুস্থ থাকার কারণে তাদের আক্রমণের মনোভাব বেড়ে যায়। যে কোন সময় আমাদের আক্রান্ত হতে হয় নানাভাবে। এবং একই রকম ভাবে বিভিন্ন সরীসৃপরা (সাপ) ঠান্ডা জায়গা খোঁজের কারণে যখন মাটির তলা থেকে বা জল থেকে বেরিয়ে আসে তখনই সাধারণ মানুষ আক্রান্ত হয় সাপের কামড়ে। এর ফলে এই ধরণের প্রতিষেধকের প্রয়োজনীয়তা বেড়ে যায় আরও।
এ বিষয় নিয়ে আজকাল ডট ইন-এর তরফ থেকে কথা বলা হয়েছিল স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে। তিনি বলেন, "অ্যান্টিরেবিস অর্থাৎ জলাতঙ্ক রোগের প্রতিষেধকের একটা ছোট সমস্যা হয়েছিল সাপ্লায়ারের জন্য। তবে, সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। আর অ্যান্টিভেনমের ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই। আর যদি থাকে সেটাকে আমরা যত শীঘ্র সম্ভব কাটিয়ে তোলার চেষ্টা করব।" আরজি করে ১৪ আগস্ট রাতে ভাঙচুরের কারণে এ ধরনের প্রতিষেধক ঘাটতি কারণ নিয়ে জিজ্ঞাসা করলে সচিব বলেন, "এ বিষয়ে তেমন কোনও কিছু আমার জানা নেই, হাসপাতালে সঙ্গে কথা বলে দেখতে হবে সেদিনের ঘটনার কারণে কোন ঘাটতি হয়েছে কি না।"
নানান খবর

নানান খবর

চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন

দিঘার হোটেলে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সৈকত নগরীতে

শিয়ালদহ–ডানকুনি শাখায় সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ